Thursday, April 21, 2016

দুষ্ট বালক (ছড়া-৬)

আমার নামে নালিশ কর
আমায় পড়াও হাতকড়া?
মস্ত তোমার সাহস দেখি
আমায় দেখাও লাল ছড়া!
আমায় যদি ধরতে আস
তোমায় দিব জলকেলি
ফের যদি আর নালিশ কর
মুখেই দিব চুনকালি।
সাহস দেখাও আমার সনে
আমায় দিবে নাকের খত
দাড়াও বাপু দেখাই মজা
দেখাই আমি কেমন বদ।
আমায় দেখে পালিয়ে বাঁচে
মিয়া বাড়ির যম কুকুর
আমি ওদের সবার রাজা
চুবাই জলে রোজ দুপুর।
আমায় ডরে মোড়ল-মুচি
মোল্লা বাড়ির পালোহান!
তুমি আমায় ডর দেখাবে
পারলে বাঁচাও আপন জান।

১৬ এপ্রিল,২০১৬

No comments:

Post a Comment