Thursday, April 21, 2016

পরীক্ষার ডিউটি (ছড়া-২)

এই তোরা ল্যাখ্‌ ল্যাখ্‌
দেখা কর বন্ধ
আমি এই খাতা খুলে
লিখে যাই ছন্দ।
কেউ তোরা দেখবি না
কথা সেও বন্ধ
এসবের এক সাঁজা
খাতা জমা দন্ড।
মাথা হেলে ফিস্‌ফিস্‌
নখ তুলে ইশারা
চোখ মেরে কথা বলা
কান খুলে নো সাড়া।
মুখ ফিরে, চোখ ফিরে
আর নয় চিমটি
আর নয় খাতা খুলে
নকলের কামটি।
এসবের সাঁজা আছে
কলমের যম দাগ
খাতা নিলে পাবি না'ক
এইবার শুনে রাখ।

৬ এপ্রিল, ২০১৬

No comments:

Post a Comment