Thursday, April 21, 2016

একচোখা বুড়িটা (ছড়া-৩)

একচোখা বুড়িটা
ছেলে মেয়ে কুঁড়িটা।
কুঁজো হয়ে হাঁটে সে
ভর করে লাঠিতে।
চোখে আঁটা চশমা
তার ছিলো দশ মা।
সকালের নাশতায়
রোজ দুটো রুটি খায়।
দুপুরেতে ঝোল ভাত
মুখে তুলে বাম হাত।
রাতে শুধু ভর্তা
বেঁচে নেই কর্তা।
ঘুম যায় খাটেতে
রোজ যায় হাটেতে।
ছনে ছাওয়া ঘর তার
শাড়ি পড়ে কালো পাড়।
মাথা ভরা জটেতে
বাড়ি ঘেরা বটেতে।
নাতি পুতি কত তার
রাতে হয় দরবার।

৭ এপ্রিল, ২০১৬

No comments:

Post a Comment