Saturday, August 13, 2016

জীবনের গল্প (ছড়া-২৪)

হঠাৎ সেদিন একলা জীবন
অচেনাতে বাধল ঘর
গল্প শুরু সেদিন হতেই
আপন যেদিন অচিন পর।
গল্প এখন অল্প করে
হচ্ছে বড় দিনকে দিন
তাইতো সবাই অংক করে
দুই কে আবার গুনছে তিন।
তিন থেকে ফের চার হতে চাই
এমন সবার কল্পনা
জীবন জয়ের গল্পগুলো
তাই তো শুধুই গল্প না।
১৩ আগস্ট, ২০১৬

মায়ের খুশি (ছড়া-২৩)


হলদে পাখি ভীষণ খুশি
মা হবে যে তাই
নায়র যাবে বাপের বাড়ি
আসছে নিতে ভাই।
নতুন শিশু আসবে ঘরে
চলছে আয়োজন
এই পৃথিবী স্বর্গ হবে
তাইতো খুশি মন।
____২ আগস্ট, ২০১৬

জল-তেল(ছড়া-২২)

ঠিক তাই ঠিক তাই
জলে তেলে মিল নাই
দুটো তারা একই রকম
তবুও নয় ভাই ভাই।
দেখে যদিও মিল পাও
জাতে তারা ভিন্ন
এক তারা হবে না'ক
এক হলেও চিহ্ন।
পাশাপাশি রবে তারা
আলাদা সে পাত্রে
দিনে যদিও চিনে ফেল
ভুল হবে রাত্রে।

Saturday, May 7, 2016

মাকে ছাড়া (ছড়া-২১)

মাগো তুমি রাগ করেছ বুঝি
কোথায় গেলে আর না এলে
তোমায় মাগো খুঁজি।
আমায় তুমি ঘুম পাড়াবে বলে
গল্প বলে গান শুনিয়ে তবে।
সেই যে তুমি হারিয়ে গেলে
আর ফিরে না এলে।
আর ডাকো না খাবার ঘরে
সকাল গড়ে দুপুর হলে তবু।
আর ডাকো না পুকুর ঘাটে মাগো
আগের মত একটু আদর করে।
৬ মে, ২০১৬

Tuesday, May 3, 2016

ঘড়ি (ছড়া-২০)

টিক্‌ টিক্‌ ঘড়ি চলে
ঠিক ঠিক সময়ে
নেই দেরি নেই তাড়া
পড়েনা’ক ঝিমিয়ে।
দিন নেই রাত নেই
ঘড়িটা যে চলোমান
কম নয় বেশি নয়
সদা সম বলবান।
ঠান্ডা কি গরমে
করেনা সে গোলমাল
সুখে-দুখে টলে না যে
থাকে সে সদা সামাল।
সময়ের মূল্য সে
মাপে যথা নিয়মে
দোষ কভু পায় না সে
দায়িত্ব পালনে।

৩ মে, ২০১৬

Friday, April 29, 2016

ফুল (ছড়া-১৯)

এইখানে ফুলবনে কত ফুল ফোটে
কত কলি ঝড়ে যায় ভ্রমর না জোটে।
কতকের মালা হয় প্রণয়ের লাগি
কিছু তার রয়ে যায় টানিটে আবেগি।

২৮ এপ্রিল, ২০১৬

Thursday, April 21, 2016

তপস্বী বিড়াল (ছড়া-১৮)

এই যে শুনেন বিড়াল ভায়া
তোমার কাছে কই
ইঁদুর নাকি তোমার ঘরে
পাতলো এবার সই?
এবার তবে দুজন মিলে
বিশ্বজয়ের পালা
নাকি আবার যুদ্ধ করে
বাড়বে কুটুম জ্বালা?
তোমার তো ভাই জাত-স্বভাব
কেমনে ভুলি তাই
ইঁদুর পেলেই অমনি ধরে
করবে তো খাই খাই।

১ আগস্ট, ২০১৫