Saturday, August 13, 2016

জীবনের গল্প (ছড়া-২৪)

হঠাৎ সেদিন একলা জীবন
অচেনাতে বাধল ঘর
গল্প শুরু সেদিন হতেই
আপন যেদিন অচিন পর।
গল্প এখন অল্প করে
হচ্ছে বড় দিনকে দিন
তাইতো সবাই অংক করে
দুই কে আবার গুনছে তিন।
তিন থেকে ফের চার হতে চাই
এমন সবার কল্পনা
জীবন জয়ের গল্পগুলো
তাই তো শুধুই গল্প না।
১৩ আগস্ট, ২০১৬

No comments:

Post a Comment