Saturday, August 13, 2016

জল-তেল(ছড়া-২২)

ঠিক তাই ঠিক তাই
জলে তেলে মিল নাই
দুটো তারা একই রকম
তবুও নয় ভাই ভাই।
দেখে যদিও মিল পাও
জাতে তারা ভিন্ন
এক তারা হবে না'ক
এক হলেও চিহ্ন।
পাশাপাশি রবে তারা
আলাদা সে পাত্রে
দিনে যদিও চিনে ফেল
ভুল হবে রাত্রে।

No comments:

Post a Comment