Saturday, May 7, 2016

মাকে ছাড়া (ছড়া-২১)

মাগো তুমি রাগ করেছ বুঝি
কোথায় গেলে আর না এলে
তোমায় মাগো খুঁজি।
আমায় তুমি ঘুম পাড়াবে বলে
গল্প বলে গান শুনিয়ে তবে।
সেই যে তুমি হারিয়ে গেলে
আর ফিরে না এলে।
আর ডাকো না খাবার ঘরে
সকাল গড়ে দুপুর হলে তবু।
আর ডাকো না পুকুর ঘাটে মাগো
আগের মত একটু আদর করে।
৬ মে, ২০১৬

No comments:

Post a Comment