Thursday, April 21, 2016

তপস্বী বিড়াল (ছড়া-১৮)

এই যে শুনেন বিড়াল ভায়া
তোমার কাছে কই
ইঁদুর নাকি তোমার ঘরে
পাতলো এবার সই?
এবার তবে দুজন মিলে
বিশ্বজয়ের পালা
নাকি আবার যুদ্ধ করে
বাড়বে কুটুম জ্বালা?
তোমার তো ভাই জাত-স্বভাব
কেমনে ভুলি তাই
ইঁদুর পেলেই অমনি ধরে
করবে তো খাই খাই।

১ আগস্ট, ২০১৫

No comments:

Post a Comment