Thursday, April 21, 2016

কুলীন (ছড়া-১২)

না না আমি তা বলিনি
তা বলিনি বটে
পরের কথায় কান দিয়ে ভাই
গেলেন কেন চটে?

আপনি গাধা হলেই বা কি
বেকুফ কি তাই বলে!
কেউ একটু জানতে এলে
না বলে কি চলে?

সেদিন এলো মোড়ল মশায়
বলব কি রে ভাই
তোমার বাপের বেগুণ কথা
কিছুই বলি নাই।

তাই বলে কি এমনি তারে
ফেরত পাঠান যায়!
সেদিনে ঐ চুরির কথা
জানিয়ে দিলাম তাই।

তোমার ছেলে ভীষণ ভালো
গুণের নেই যে শেষ-
মাঝে মধ্যে গাঞ্জা টেনে
পাঞ্জা লড়ে বেশ!

এসব তো ভাই সত্য কথা
চটেন কেন তবে
তুমি আমার বন্ধু মানুষ
শত্রু হলাম কবে?

২৮ জুলাই, ২০১৫

No comments:

Post a Comment