Thursday, April 21, 2016

জোনাকি (ছড়া-১৬)

জোনাকিরা আলো দেয় মিটিমিটি জ্বলে
লুকোচুরি খেলে তারা বড় কৌশলে।
এই ছুঁই এই ছুঁই ছোঁয়া যায় না
খুকুমুনি তাই নিয়ে করে বায়না।
বাশ-ঝাড়ে বাসা বাঁধে রাতে আসে যায়
রোজ তারা এত আলো কোথা হতে পায়?
খায় কী সে খায় না- দিনে থাকে কই?
রাতে এসে কেন তারা করে পইপই?
জোনাকিরা রাতে এসো আমাদের বাড়ি
বাতায়ন খুলে রব- এসো তাড়াতাড়ি।

২০ এপ্রিল, ২০২১৬

2 comments: