Thursday, April 21, 2016

ভোরের ছড়া (ছড়া-৭)

ভোর যে হলো রাত পোহালো
কৃষাণ নামে মাঠে
ওরে খোকন ওঠরে জেগে
আর ঘুমাস না খাটে।
দল বেঁধে ঐ যায় হাটুরে
মাথায় নিয়ে ধামা
তোর সাথীরা মক্তবে যায়
গায়ে লম্বা জামা।
ডাকলো পাখি গাছের ডালে
রাখাল ছেলে ধায়
খোকন সোনা ওঠরে বাছা
পড়বি জামা গায়।
খোকন হবে অনেক বড়
করবে সবায় নাম
সবায় কে তুই বাসবি ভালো
স্বর্গ হবে গ্রাম।

১৬ এপ্রিল, ২০১৬

No comments:

Post a Comment