Thursday, April 21, 2016

ভুত দেখা (ছড়া-১১)

ওমা সেকি! ভয় পেয়েছ?
কাঁদছ নাকি তাই?
আমি তো এক আস্ত মানুষ
বেঁচেই শুধু নাই।


এই যে দেখ হাত দুটি মোর
মস্ত দুটি পাও।
শোন খোকা ভয় পেয় না
চোখটি মেলে চাও।


নাক দেখেছ? কান দেখেছ?
মুখটি শুধু বাঁকা।
চোখ দুটি মোর বেজায় বড়
মাথার খুলি ফাঁকা।


ভয় পেয়না ভয় পেয়না
ভয় পেলে কি চলে?
অত বেশি ভয় পেলে তো
পড়বে ভয়ের তলে।


আমারো এক খোকা আছে
বেজায় বোকা সে।
আমি যে তার আসল বাবা
বুঝায় তারে কে?

২৮ জুলাই, ২০১৫

No comments:

Post a Comment