Thursday, April 21, 2016

আমাদের বাড়ি (ছড়া-১)

নাগর নদীর পাশ দিয়ে ঐ
পূর্ব দিকের গাঁয়
টুনটুনিরা যেথায় বসে
দিদারছে গান গায়।
হিজল বনের আড়াল হলেই
দেখবে একটা বাড়ি
ডাব সুপারির গাছগুলি যে
দেখছ সারি সারি।
ঐ বাড়িতেই আমরা থাকি
থাকেন আমার মা
আরো আছে বিড়াল ছানা
বাকবাকুমের ছা।
উঠান জুড়ে ফুলের মেলা
বাগান ভরা গাছ
সকাল সাঁঝে সেথায় বসে
দোয়েল শ্যামার নাচ।
পুকুর জুড়ে পদ্ম ফোটে
মাছের ঘুপুর ঘুপুর
ছেলে বুড়ো নাইতে নামে
সেথায় সকাল দুপুর।

৬ এপ্রিল, ২০১৬

No comments:

Post a Comment