Thursday, April 21, 2016

বৃষ্টির ছড়া (ছড়া-৫)

পূর্বাকাশে মেঘ জমেছে
বৃষ্টি এলো বলে
নায়ের পালে লাগলো হাওয়া
তড়িৎ বেগে চলে।
আমরা ছুটি বাড়ির পানে
মাথায় ঘাসের ঝুড়ি
আনন্দে ঐ ঘাসের ডগায়
জাগলো ফুলের কুঁড়ি।
গগন ধেয়ে নামলো বেয়ে
ঠান্ডা জলের ফোঁটা
আম বাগানে ঝড়ছে মুকুল
ঝড়ছে আমের বোঁটা।
নাচছে কেমন যেমন তেমন
ছাগল ছানার দল
নাচছে খুকি চোপড়া মুখি
ফুটছে বলে জল।
ছলছলিয়ে গড়্গড়ি দেয়
দুষ্ট ছেলে যারা
হৈহুল্লড়- ক্যাচকেচিতে
মাথায় তোলে পাড়া।

১৫ এপ্রিল,২০১৬

No comments:

Post a Comment