Thursday, April 21, 2016

আমাদের গ্রাম (ছড়া-১৩)

ঐ দূর গ্রাম দেখ
ঐ মেঠো পথ যায়
ঐখানে বাড়ী মোর
এসো যদি মন চায়।


ঐ বাঁকা নদী চলে
ঐ বড় বাশ-ঝাড়
ঐ দেখ সাদা বক
তীরে বসে পদ্মার।


আরো দূরে বট গাছ
তার পরে ফাঁকা মাঠ
ঐখানে থাকি মোরা
আঁকাবাঁকা পথ-ঘাট।


যেতে যেতে পাবে দেখা
কচিকাঁচা কলা বন
পথ ভুলে যেতে পার
হলে পরে ভোলা মন।


এসো যদি পাবে দেখা
ছোট ছোট খাল-বিল
চকচকে জল ভরা
রোদে করে ঝিলমিল।

১২ জুন, ২০১৫

No comments:

Post a Comment