Saturday, August 13, 2016

জীবনের গল্প (ছড়া-২৪)

হঠাৎ সেদিন একলা জীবন
অচেনাতে বাধল ঘর
গল্প শুরু সেদিন হতেই
আপন যেদিন অচিন পর।
গল্প এখন অল্প করে
হচ্ছে বড় দিনকে দিন
তাইতো সবাই অংক করে
দুই কে আবার গুনছে তিন।
তিন থেকে ফের চার হতে চাই
এমন সবার কল্পনা
জীবন জয়ের গল্পগুলো
তাই তো শুধুই গল্প না।
১৩ আগস্ট, ২০১৬

মায়ের খুশি (ছড়া-২৩)


হলদে পাখি ভীষণ খুশি
মা হবে যে তাই
নায়র যাবে বাপের বাড়ি
আসছে নিতে ভাই।
নতুন শিশু আসবে ঘরে
চলছে আয়োজন
এই পৃথিবী স্বর্গ হবে
তাইতো খুশি মন।
____২ আগস্ট, ২০১৬

জল-তেল(ছড়া-২২)

ঠিক তাই ঠিক তাই
জলে তেলে মিল নাই
দুটো তারা একই রকম
তবুও নয় ভাই ভাই।
দেখে যদিও মিল পাও
জাতে তারা ভিন্ন
এক তারা হবে না'ক
এক হলেও চিহ্ন।
পাশাপাশি রবে তারা
আলাদা সে পাত্রে
দিনে যদিও চিনে ফেল
ভুল হবে রাত্রে।