Saturday, May 7, 2016

মাকে ছাড়া (ছড়া-২১)

মাগো তুমি রাগ করেছ বুঝি
কোথায় গেলে আর না এলে
তোমায় মাগো খুঁজি।
আমায় তুমি ঘুম পাড়াবে বলে
গল্প বলে গান শুনিয়ে তবে।
সেই যে তুমি হারিয়ে গেলে
আর ফিরে না এলে।
আর ডাকো না খাবার ঘরে
সকাল গড়ে দুপুর হলে তবু।
আর ডাকো না পুকুর ঘাটে মাগো
আগের মত একটু আদর করে।
৬ মে, ২০১৬

Tuesday, May 3, 2016

ঘড়ি (ছড়া-২০)

টিক্‌ টিক্‌ ঘড়ি চলে
ঠিক ঠিক সময়ে
নেই দেরি নেই তাড়া
পড়েনা’ক ঝিমিয়ে।
দিন নেই রাত নেই
ঘড়িটা যে চলোমান
কম নয় বেশি নয়
সদা সম বলবান।
ঠান্ডা কি গরমে
করেনা সে গোলমাল
সুখে-দুখে টলে না যে
থাকে সে সদা সামাল।
সময়ের মূল্য সে
মাপে যথা নিয়মে
দোষ কভু পায় না সে
দায়িত্ব পালনে।

৩ মে, ২০১৬